- আজ শুক্রবার
- ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ এপ্রিল ২০২১ | ৫:৫৯ অপরাহ্ণ
শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলার জন্য আরও আগেই দল ঘোষণা করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
অবশেষে শুক্রবার (৯ এপ্রিল) দল ঘোষণা করা হলো, কিন্তু ২১ জনের এই প্রাথমিক দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহর।
এদিকে শ্রীলঙ্কা সফরের আগে জাতীয় ক্রিকেট লিগের দুই রাউন্ডে দারুণ পারফরম্যান্স করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহীদুল ইসলাম।
এই সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে। ১৭ এপ্রিল থেকে দুই দিনের আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে বিসিবি জানিয়েছে। ২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ।
প্রাথমিক দল: মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান।