- আজ মঙ্গলবার
- ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ মে ২০২৪ | ৪:১৩ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব দেখা যায় আমাদের পার্শ্ববর্তী অঞ্চল মিজোরামেও। অবিরত বৃষ্টির মধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের আইজল জেলায় একটি পাথর খনি ধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে
স্থানীয় কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ইতিমধ্যেই শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। তবে মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে উত্তর পূর্বের একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করেছে। মণিপুর, মিজোরাম, আসাম, মেঘালয় সর্বত্র একই পরিস্থিতি। তবে সবথেকে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে মিজোরামে।
প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার সকাল ৬টার দিকে আইজল শহরের দক্ষিণ উপকণ্ঠে মেলথুম এবং হ্লিমেনের মাঝামাঝি একটি এলাকায় একটি পাথর খনি ধসে ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। পৃথক দুটি জায়গা থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মিজোরাম সরকার মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়া ধসে যে বিপুল ক্ষতি হয়েছে, তার জন্য ১৫ কোটি টাকা খরচ করার কথা বলেছে মিজোরাম সরকার। রাজ্যের সব স্কুল, অফিস, ব্যাংক আপাতত বন্ধ রাখা হচ্ছে।
এদিকে আসামে প্রবল বৃষ্টিতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। একটি গাছ পড়ে গিয়ে আহত হয়েছে অন্তত ১২ শিশু। তবে মণিপুরে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, এখনো এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে না। আগামী কয়েকদিন ধরে চলবে প্রবল বৃষ্টি।
উল্লেখ্য, রবিবার বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল, যার ফলে উভয় দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ১৪ ঘন্টারও বেশী সময় ধরে স্থায়ী ছিল এই ঘূর্ণিঝড়টি।
সূত্র: হিন্দুস্তান টাইমস