• আজ বৃহস্পতিবার
    • ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৮শে জিলকদ ১৪৪৬ হিজরি

    জুরিবোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইলিয়াস কাঞ্চন

    জুরিবোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইলিয়াস কাঞ্চন

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৫:০৪ অপরাহ্ণ

    ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’র জুরিবোর্ড পুনর্গঠন করা হয়েছে। যেখানে স্থান পেয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

    তবে সোমবার (২৩ সেপ্টেম্বর) জানা গেল, জুরিবোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

    এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, আপনারা জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরিবোর্ডে অনেক সিনেমা জমা পড়ে। এটার সময়ও কম। এই সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার-বিশ্লেষণ করা সময় সাপেক্ষ বিষয়। বর্তমানে আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তাই জুরিবোর্ড থেকে সড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে সময় দিতে পারব না সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে।

    এর আগে গত ১৫ সেপ্টেম্বর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩’ প্রদানের উদ্দেশে জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে মোট ১৩ জন নিয়ে নতুন বোর্ড গঠন হয়।

    এতে সদস্যসচিব হিসেবে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে। এ ছাড়া বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান করা হয়।

    জুরিবোর্ডের অন্য সদস্যদের তালিকায় ছিলেন, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন,অভিনেত্রী অপি করিম, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

    তবে জুরিবোর্ডে ইলিয়াস কাঞ্চনের নাম থাকলেও এখন তিনি এ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রতিবারের মতো এবারও মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১