• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বিএনপি নেতা সালাহউদ্দিনের দুই মামলায় স্থগিতাদেশ দিল আদালত

    বিএনপি নেতা সালাহউদ্দিনের দুই মামলায় স্থগিতাদেশ দিল আদালত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ৭:১৩ অপরাহ্ণ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে চলমান দুটি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালত এ স্থগিতাদেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করেন মামলার আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার।

    এর আগে দুপুর ২টার দিকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। এরপরই তার আইনজীবীদের সঙ্গে আদালতে আসেন।

    এ সময় সালাহউদ্দিন আহমদের আইনজীবীরা আদালতকে তাদের মক্কেলের সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।

    আইনজীবী তৌহিদুল বলেন, ঘটনা ২০০১ সালে ঘটলেও চকরিয়া থানায় মামলা দায়ের করা হয় ২০০৭ সালে। রাজনৈতিকভাবে হয়রানি করতেই সালাহউদ্দিন আহমেদের নামে মামলা দুটি দায়ের করা হয়েছিল। এ কারণে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানাই।

    শুনানি শেষে আদালত দুই মামলার বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।

    আদালত থেকে বের হয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বাইরে সাংবাদিকদের বলেন, আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

    ২০০১ সালে প্রতিমন্ত্রী থাকাকালে মৎস্য ঘের লুটের অভিযোগ এনে চকরিয়া-পেকুয়া আসনের তৎকালীন সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে চকরিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন জনৈক মাহামুদুল হক।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০