• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ধামরাইয়ে চটপটি খাওয়া নিয়ে তর্ক বিতর্কে থাপ্পড়ে এক ব্যক্তি নিহত, অভিযুক্ত গ্রেফতার

    ধামরাইয়ে চটপটি খাওয়া নিয়ে তর্ক বিতর্কে থাপ্পড়ে এক ব্যক্তি নিহত, অভিযুক্ত গ্রেফতার

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ৪:৫০ অপরাহ্ণ

    ঢাকার ধামরাইয়ে চটপটি খাওয়াকে কেন্দ্র করে তর্ক বির্তকের একপর্যায়ে প্রতিপক্ষ বজলুর রহমানের চর থাপ্পরে মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে এলাকবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত মাহবুবুর রহমান ধামরাই ইউনিয়নের স্বর্ণখালী এলাকার বারেক ব্যাপারীর ছেলে। অভিযুক্ত গ্রেফতারকৃত ব্যক্তি বজলুর রহমান ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার মৃত জুলমত আলীর ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, চটপটি খাওয়া নিয়ে মৃত মাহবুবুর রহমান ও আসামী বজলুর মধ্যে তর্ক বিতর্কের জেরে দুই জনের মধ্যে মারামারি বাধে। একপর্যায়ে বজলু স্বজোরে মাহবুবকে থাপ্পড় মাড়লে সে মাটি লুটিয়ে পড়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা মাহবুবকে উদ্ধার করে উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে নিহতের বাবা বারেক বেপারী বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

    সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহমদুল হক তিতাস বলেন, নিহতের দেহে কোনো প্রকার আঘাতের চিহ্ন নেই। তবে হাসপাতালে আনার আগেই মাহবুব নামে লোকটি মারা গেছে।

    ধামরাই থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম বলেন, মুল আসামীকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে মূল আসামী বজলুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০