• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    দুর্গাপূজায় সারাদেশে নিরাপত্তায় মাঠে থাকবে বিএনপির স্বেচ্ছাসেবক: আজাদ

    দুর্গাপূজায় সারাদেশে নিরাপত্তায় মাঠে থাকবে বিএনপির স্বেচ্ছাসেবক: আজাদ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ৫:৪২ অপরাহ্ণ

    আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির আয়োজনে টাঙ্গাইল প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, ঢাকা বিভাগীয় আরেক সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

    মতবিনিময়কালে নজরুল ইসলাম আজাদ বলেন, আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়কে নিয়ে কিভাবে ভাবছেন। তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে খুবই সিরিয়াস। প্রত্যেকটি নেতাকর্মীকে খুবই সতর্কতার সঙ্গে কাজ করতে বলেছেন। আমরা ঢাকা বিভাগ থেকে শুরু করে সারা দেশে সাংগঠনিক টিমগুলো কাজ করে যাচ্ছি। আপনাদের কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেজন্য বলেছেন। আমাদের যে কোনো ত্যাগ শিকার করে হলেও আপনাদের পাশে থেকে সম্পূর্ণ নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট থাকি। পূজা উদযাপনে সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আপনাদের পূজা সুন্দরভাবে উদযাপনের জন্য যা করণীয় তিনি সে বিষয়ে নেতাকর্মীদের বলেছেন।

    অন্য বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশনায় জেলার ১২টি উপজেলায় প্রায় ১২শ পূজামণ্ডপ হবে। এ পূজামণ্ডপে জেলা বিএনপির মাধ্যমে পৌর ও উপজেলা বিএনপি থেকে ইউনিয়ন পর্যায় যতগুলো পূজামণ্ডপ থাকবে ততগুলোতে বিএনপির স্বেচ্ছাসেবক টিম থাকবে। সে টিম আপনাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বিধান করবে। যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে জেলা বিএনপি তাৎক্ষণিক সেটির পদক্ষেপ নেবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শ্রী শ্রী ছোট কালিবাড়ীর সুভাস সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সভাপতি বিপ্লব ও জীবন কৃষ্ণ চৌধুরী প্রমুখ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০