- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ৬:৫৪ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকার কেবল ছাত্রদের নয়, সবারই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা ও এক এগারো সরকারের সুবিধাভোগীদের অন্তর্বর্তী সরকারে নেয়া ঠিক হয়নি। জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা ধারনকারীরাই উপদেষ্টা পরিষদে থাকবেন।
রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনায় উপদেষ্টা পরিষদের কোন কোন সদস্যের বক্তব্য বিপ্লবের চেনতার সাথে মিল নেই বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, জিয়ামঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।