• আজ শনিবার
    • ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ভুটানকে হারিয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ

    ভুটানকে হারিয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ৭:০৫ অপরাহ্ণ

    এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫ বাছাইয়ে গ্রুপপর্বে প্রথম ম্যাচে সিরিয়ার কাছে বড় হার দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে গুয়ামের বিপক্ষে ড্র। তৃতীয় ম্যাচে ভিয়েতনামের কাছেও হেরেছে দলটি। চতুর্থ ও শেষ ম্যাচে এসে ভুটানের বিপক্ষে জয়ের দেখা পেয়ছে কোচ মারুফুল হকের লাল-সবুজের দল।

    ভিয়েতনামের মাঠে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল-সবুজদের গোল দুটি করেছেন আসাদুল মোল্লা ও মইনুল ইসলাম। ভুটানের একমাত্র গোলটি উপহার দিয়েছেন বাংলাদেশ ডিফেন্ডার আসাদুল ইসলাম সাকিব।

    গ্রুপপর্বে দুটি হার, একটি ড্র ও একটি জয় নিয়ে ৪ পয়েন্ট বাংলাদেশের। পাঁচ দলের গ্রুপে তৃতীয় হয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ হয়েছে মারুফুল হকের শিষ্যদের। ১০ গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং রার্নাসআপ দলগুলোর সেরা পাঁচটি দল মূলপর্বে খেলবে। আয়োজক চীনসহ মোট ১৬ দল নিয়ে গড়াবে আসর।

    ম্যাচের শুরুতে লিড পায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে রাইট উইং থেকে দুর্দান্ত শটে ভুটানের জালে বল পাঠান আসাদুল মোল্লা। পরে আক্রমণ-প্রতি আক্রমণে মেতে ওঠে দুদল। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

    বিরতির পর ৬৯ মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পায় বাংলাদেশ। পিয়াস আহমেদ নোভা অফসাইডের ফাঁদে পড়ায় গোল কার্যকর হয়নি। ৭০ মিনিটে ভুটানের নেয়া ক্রসে ভুল করে বসেন সাকিব। উড়ে আসা বল হেডে বিপদমুক্ত করতে যেয়ে নিজেদের জালেই পাঠান। লিড হারায় বাংলাদেশ। ৮৫ মিনিটে ফের লিড আদায় করে লাল-সবুজের দল। মধ্যমাঠ থেকে বল টেনে নিয়ে ডি বক্সের বাইরে থেকে জালে পাঠান মইনুল ইসলাম। ২-১ ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে ফেরে বাংলাদেশ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১