- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১:১৯ অপরাহ্ণ
আড়াই দিন পর কানপুর টেস্টে ব্যাটিংয়ের সুযোগ পেল বাংলাদেশ। তবে, মুমিনুল হক ছাড়া আর কোনো ব্যাটার পারেননি সামর্থ্যের প্রমাণ দিতে। এক প্রান্ত আগলে রেখে দলকে সুবিধাজনক অবস্থানে নেওয়ার কাজটা করে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। এরইমধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তার দাপুটে শতকে ভর করে দলীয় সংগ্রহ দুইশ ছাড়িয়েছে সফরকারীদের।
সোমবার (৩০ সেপ্টেম্বর) চতুর্থ দিনে লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ৬৬ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০৫ রান তোলে বাংলাদেশ। দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্যাটাররা। বিদায় নেন ব্যাটার মুশফিকুর রহিম। যদিও তার আউটের ধরন বেশ অবাক করেছে সমর্থকদের। জাসপ্রিত বুমরার ইনসুইং ডেলিভারিতে বিভ্রান্ত মুশফিক। ব্যাট উঁচিয়ে সেটি ছেড়ে দিলেন। বল নাড়িয়ে দিলো স্টাম্পের বেল। ২ বলে ১১ রান করে আউট হয়েছেন মুশফিক।
এরপর লিটনের সঙ্গে জুটি গড়েন মুমিনুল। তবে, লিটনের বিদায়ে এই জুটিও খুব বেশি বড় হয়নি। একপ্রকার স্বেচ্ছায় আত্মহুতি দিলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার। সিরাজের গুড লেং ডেলিভারি ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে অধিনায়ক রোহিত শর্মার হাতে ধরা পড়েন লিটন। ৩০ বলে ৩ চারে ১৩ রানে শেষ তার ইনিংস।
এরপর উইকেটে আসেন সম্ভবত শেষবারের মতো টেস্টে ব্যাটিংয়ে নামা সাকিব আল হাসান। অশ্বিনের বলে ছক্কা মারতে গিয়ে সিরাজের দুর্দান্ত ক্যাচে ফেরেন সাজঘরে। আউটের আগে করেন ১৭ বলে ৯ রান। বিদায়ী টেস্টে ব্যাটিংটা ভালো হলো না এই ব্যাটারের। মাঝে ১১০ বলে ফিফটি তুলে নেন মুমিনুল। তাকে সঙ্গ দিচ্ছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই দুইজনের ব্যাটে কতদূর যেতে পারে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।