• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    যুবদল-ছাত্রদলের দুই সদস্য বহিষ্কার

    যুবদল-ছাত্রদলের দুই সদস্য বহিষ্কার

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ অক্টোবর ২০২৪ | ৩:২৬ অপরাহ্ণ

    রাজশাহীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক যুবদল ও সাবেক ছাত্রদল নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মহানগর বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনে অবৈধভাবে তালা ঝুলানো এবং সরকারি কর্মকর্তা, বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রাজশাহীর পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জীকে প্রাণ নাশের হুমকি এবং তাকে অফিস থেকে বের করে দেয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও রাজশাহী কলেজ সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজকে বিএনপির প্রাথমিক সব সদস্য পদ থেকে অস্থায়ী বহিষ্কার করা হলো।

    রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশীদ মামুন এই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০