• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    এলপি গ্যাসের দাম নির্ধারণ

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ এপ্রিল ২০২১ | ৪:০৫ অপরাহ্ণ

    প্রতি ১২ কেজি এলপি গ্যাসের দাম ৯৭৫ টাকা ঠিক করে দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। এছাড়া সরকারি প্রতিষ্ঠান এলপিজিএলের সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯১ টাকা। সোমবার (১২ এপ্রিল) থেকে এই আদেশ কার্যকর হবে।

    জ্বালানি হিসেবে প্রতি বছর অন্তত ১০ শতাংশ হারে বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার। উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর হিসাবে বছরে এর চাহিদা প্রায় সাড়ে আট লাখ টন। যার ৯৫ শতাংশই আনতে হয় বিদেশ থেকে। তবে মূল্যহার নিয়ে কোনো নির্দিষ্ট কাঠামো না থাকায় প্রায়ই অস্থিরতা দেখা দেয় বাজারে। তাই উচ্চ আদালতের আদেশে সমাধানের উদ্যোগ নেয় বিইআরসি।

    দীর্ঘ আলোচনা ও গণশুনানির পর কমিশনের আদেশ বলছে, ১২ এপ্রিল থেকে সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেডের সরবরাহ করা প্রতি সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম হবে ৫৯১ টাকা। আর বেসরকারি পর্যায়ে উৎপাদিত ১২ কেজি গ্যাস ভোক্তাদের কিনতে হবে ৯৭৫ টাকায়। তবে এটি প্রতি মাসে ওঠানামা করবে আন্তর্জাতিক বাজার বা সৌদি আরামকো ঘোষিত দরের সাথে মিল রেখে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০