• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    চোট কাটিয়ে দলে ফিরছেন ইংলিশ অধিনায়ক

    চোট কাটিয়ে দলে ফিরছেন ইংলিশ অধিনায়ক

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ অক্টোবর ২০২৪ | ১২:৪২ অপরাহ্ণ

    চোটের কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে পড়েন জস বাটলার। তবে, চোট কাটিয়ে ফের দলে ফিরেছেন ইংলিশ অধিনায়ক। চলতি মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত ইংল্যান্ড স্কোয়াডে রাখা হয়েছে বাটলারকে। তাঁকে অধিনায়ক করে তিন ম্যাচ ওয়ানডে ও পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

    এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলতে পারেননি বাটলার। সেই সিরিজে ইংলিশদের নেতৃত্বে ছিলেন তরুণ তারকা হ্যারি ব্রুক। টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করলেও ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৩-২ ব্যবধানে হারে থ্রি লায়ন্সরা।

    বাটলারের ফেরার বিষয়ে ইসিবি জানায়, ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের জন্য বাটলারকে দলে নেওয়া হয়েছে। তিনি এখন খেলার মতো ফিট আছেন। চলতি বছরের বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি বাটলার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই ফিরবেন আবার।

    ক্যারিবিয়ান সিরিজের আগে প্রথমবারের মত ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার জাফর চোহান, পেসার জন টার্নার ও ব্যাটিং অলরাউন্ডার ড্যান মসলি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১