- আজ বুধবার
- ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৫ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ অক্টোবর ২০২৪ | ৩:১৮ অপরাহ্ণ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় বাসচাপায় রকিবুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম সিরাজগঞ্জের কুঠি সাতবাড়িয়া গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে চড়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যাচ্ছিলেন রকিবুল। তার মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে একটি বাস মোটরসাইকেলে চাপ দেয়। এ সময় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রকিবুল ইসলামের মৃত্যু হয়।
কোনাবাড়ি থানার উপপরিদর্শক আবুল কাশেম বলেন, ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |