• আজ বুধবার
    • ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    এবার নারীদের বিরুদ্ধেও আওয়াজ তুললেন সায়ন্তনী

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ এপ্রিল ২০২১ | ৪:২২ অপরাহ্ণ

    পুরুষদের কুনজর নিয়ে আগেই মুখ খুলেছিলেন সায়ন্তনী। এ বার নারীদের বিরুদ্ধেও আওয়াজ তুললেন তিনি। বললেন নিজেরই এক অভিজ্ঞতার কথা। কিছুদিন আগেই মডেলিংয়ের জগতে পা রেখেছেন সায়ন্তনী ঘোষ। কলকাতায় একাধিক ফটোশ্যুটে যাওয়া শুরু করেছেন মাত্র।  মডেল হওয়া সত্ত্বেও বেশ মোটাসোটা সায়ন্তনী। সেই প্রসঙ্গেই কুমন্তব্য শুনতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়ন্তনী বলেন, ‘‘মডেলিং শ্যুটে গিয়েছি। এক নারী এগিয়ে এসে আমার স্তনের আকার নিয়ে জঘন্য মন্তব্য করে বেরিয়ে গেলেন।’’

    সায়ন্তনী বলেন, নারীদের শরীর নিয়ে খারাপ মন্তব্য করার প্রবণতা যে কেবল পুরুষদের মধ্যেই রয়েছে, তা নয়। নারীরাও অন্যদের শরীর সম্পর্কে কুমন্তব্য করে থাকেন। এর ফলে দেখা যায় যাকে নিয়ে বলা হচ্ছে সে হীনমন্যতায় ভুগতে শুরু করে।

    ২০০৬ সালে কেরিয়ার শুরু করেন সায়ন্তনী। কুমকুম এক প্যায়ারা সা বন্ধনে সবার নজর কাড়েন তিনি। এরপর নাগিন, বানু ম্যায় তেরি দুলহান, মহাভারত ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে।-সূত্র: আনন্দবাজার

     

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১