গতকাল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে আজিজুল হককে গ্রেপ্তার করা হয়।
২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর শাপলা চত্ত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার বিকেলে আজিজুল হককে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠান।