- আজ সোমবার
- ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ অক্টোবর ২০২৪ | ১১:৩৬ পূর্বাহ্ণ
উত্তরায় চাঁদাবাজির অভিযোগে উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মিলনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৭ অক্টোবর) দুপুর দুইটায় উত্তরা ৭ নম্বর সেক্টরের জমির আলী মার্কেট থেকে তাকে আটক করা হয়। পরে উত্তরা পশ্চিম থানায় তাকে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগে উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মিলনকে আটক করেছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনাবাহিনী। পরবর্তীতে মিলনকে উত্তরা পশ্চিম থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়। মিলন আব্দুল্লাহপুর-বেড়িবাঁধ এলাকায় বসবাস করে।
খোঁজ নিয়ে জানা যায়, গত পাঁচ আগস্ট এর পর থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আব্দুল্লাহপুর মাছের বাজার, বাসস্ট্যান্ড, সুইট গেট বাজারসহ বিভিন্ন স্থান থেকে সরাসরি চাঁদাবাজির অভিযোগে মিলনকে যুবদল থেকে সাময়িক দরখাস্ত করা হয়। এর কিছুদিন পর তাকে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কার করে।