• আজ শুক্রবার
    • ১৯শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২রা মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২রা জিলকদ ১৪৪৬ হিজরি

    রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় খালাস পেলেন ফখরুল-খসরু-রিজভী

    রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় খালাস পেলেন ফখরুল-খসরু-রিজভী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ অক্টোবর ২০২৪ | ১:২২ অপরাহ্ণ

    বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খালাস দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত মামলাটি খারিজ করে এ আদেশ দেন।

    বুধবার এ মামলার ধার্য তারিখ ছিল। তবে এ নিয়ে মামলার বাদী এবি সিদ্দিক ২০ বার আদালতে অনুপস্থিত রয়েছেন। পরে আদালত মামলাটি গড়হাজির দেখিয়ে খারিজ করে দেন এবং আসামিদের বেকসুর খালাস দেন।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২০১৮ সালের ৬ আগস্ট দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এবি সিদ্দিকী বাদী হয়ে এ মামলা করেন। ২০২২ সালের ৯ জুন আদালত মামলাটি আমলে নেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১