• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    সাভারে পুলিশের পোষাকে সংকেত দিয়ে তেলভর্তি ট্রাক লুট

    সাভারে পুলিশের পোষাকে সংকেত দিয়ে তেলভর্তি ট্রাক লুট

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ অক্টোবর ২০২৪ | ৩:৩৭ অপরাহ্ণ

    ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন এলাকায় ৬০ ড্রামভর্তি সয়াবিন তেলসহ ১৬ টনের একটি ট্রাক লুট হয়েছে।

    বুধবার (৯ অক্টোবর) ভোররাত সোয়া ৪টার দিকে ঢাকার ডেমরা এলাকার টিটি গ্রুপ কারখানা থেকে তেল নিয়ে সাভার নামাবাজারে আসার পথে এ ঘটনা ঘটে।

    লুণ্ঠিত তেলের মূল্য ১৯ লাখ টাকা এবং ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪-৯৪৫৪) মূল্য ১৬ লাখ টাকা।

    ট্রাকের চালক সেলিম মিয়া জানান, বিশ্বনাথ ট্রেডার্স এর তেল নিয়ে সাভার নামাবাজার আসার পথে রাত ৪টার দিকে হেমায়েতপুর আলমনগর এলাকায় পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি সংকেত দিয়ে ট্রাক থামায়। তাকে গন্তব্য বলার পর পুলিশ টাউন পার হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি হায়েস মাইক্রো দিয়ে পথরোধ করে ট্রাকের। ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়। তখন ৬-৭ জনের সশস্ত্র দল চালক সেলিম ও হেলপার রাজিবকে জিম্মি করে তেল ভর্তি ট্রাক নিয়ে রওনা হয়। ধামরাই সুতিপাড়া এলাকায় মারধর করে চালক ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে অস্ত্রধারী ডাকাতরা সামনের দিকে চলে যায়।

    বিশ্বনাথ ট্রেডার্স এর মালিক লোকনাথ ঘোষ এ ঘটনায় বুধবার (৯ অক্টোবর) সকালে সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

    সাভার থানার ওসি জুয়েল মিয়া বলেন, ট্রাক লুটের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০