- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ অক্টোবর ২০২৪ | ৪:৪৭ অপরাহ্ণ
ইসরায়েলের উত্তরাঞ্চলে ‘গুরুত্বপূর্ণ’ সামরিক স্থাপনা ও অধিকৃত গোলাম মালভূমিতে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইরাকের সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্ট্যান্স।
বুধবার (৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
জানা গেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ‘গুরুত্বপূর্ণ’ সামরিক স্থাপনা ও অধিকৃত গোলাম মালভূমিতে তিন দফা ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইরাকী সংগঠনটি। ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষনিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে, ইরান সমর্থিত এই আধা-সামরিক বাহিনী জানায়, তারা দক্ষিণ লেবাননের ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর’ বিরুদ্ধে হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী পূর্ব দিক থেকে ধেয়ে আসা ড্রোন প্রতিহত করার দাবি জানায়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকের এই সশস্ত্র সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, গাজায় হামলার তীব্রতা বাড়ানো ও লেবাননে আগ্রাসনের সম্প্রসারণের কারণেই বাড়ছে ইরাকী হামলা।
গাজার যুদ্ধ শুরুর পর ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধেও রকেট ও ড্রোন হামলা চালিয়েছিল।