• আজ শনিবার
    • ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি

    পাকিস্তানের নির্বাচকের দায়িত্বে আলিম দার

    পাকিস্তানের নির্বাচকের দায়িত্বে আলিম দার

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ অক্টোবর ২০২৪ | ৬:৩৮ অপরাহ্ণ

    আম্পায়ারিং থেকে সম্প্রতি অবসরের ঘোষণা দেন টানা তিন বার আইসিসির বর্ষসেরার খেতাব জেতা পাকিস্তানের আলিম দার। ২০২৪-২৫ ঘরোয়া মৌসুম দিয়ে ২৫ বছরের ক্যারিয়ারের ইতি টানার কথা ছিল তার। তবে, সেটি আর হচ্ছে না। কারণ আম্পায়ার হিসেবে পুরোপুরিভাবে ইতি টানার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকের দায়িত্বে যুক্ত হলেন তিনি।

    শুক্রবার (১১ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে আলিম দারের নিয়োগের বিষয়ে ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশ্য শুধু আলিম দার নয়, সাবেক ক্রিকেটার আকিব জাভেদ ও সাবেক অধিনায়ক আজহার আলিও যুক্ত হয়েছেন নতুন এই নির্বাচক প্যানেলে।

    অবশ্য কদিন আগেই পাকিস্তানের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সাবেক কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। এরপরই নির্বাচক প্যানেলকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ নেয় পিসিবি। এই প্যানেলে আগে থেকেই ছিলেন সাবেক ব্যাটার আসাদ শফিক। যিনি নতুন প্যানেলেও থাকছেন।

    জানা গেছে, নতুন নির্বাচক কমিটি অধিনায়ক, হেড কোচ ও ভোটের অধিকার বিহীন পাঁচজন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। এই কমিটির ডাটা অ্যানালিস্টের দায়িত্ব পালন করবেন হাসান চিমা। অন্যান্য গুরু দায়িত্বে থাকবেন জাভেদ। পাকিস্তানের বর্তমান পারফরম্যান্স বিবেচনায় এই নির্বাচক কমিটির জন্য সাফল্য পাওয়া হবে বড় চ্যালেঞ্জ।

    কারণ সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের পর ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টে অবিশ্বাস্যভাবে হেরে যায় বাবররা। আর নতুন এই কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ। আগামী সপ্তাহেই সেই সিরিজের সূচি ঘোষণা করার কথা রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১