• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    শান্তিতে নোবেলজয়ী নিহন হিদানকিয়ো সংস্থা সম্পর্কে ৮ তথ্য

    শান্তিতে নোবেলজয়ী নিহন হিদানকিয়ো সংস্থা সম্পর্কে ৮ তথ্য

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ অক্টোবর ২০২৪ | ৭:৩২ অপরাহ্ণ

    এই বছর (২০২৪) শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানি সংস্থা নিহন হিদানকিয়ো। শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের অসলো-ভিত্তিক নোবেল ইন্সটিটিউট এবছর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে। এবছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত প্রার্থীর সংখ্যা ছিলো ২৮৬ জন- যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি সংস্থা। তবে মনোনীত প্রার্থীদের তালিকা নোবেল কমিটি ৫০ বছর পর্যন্ত গোপন রাখে।

    ২০২৪ সালে শান্তিতে নোবেল বিজয়ী নিহন হিদানকিয়ো সম্পর্কে ৮টি তথ্য এখানে তুলে ধরা হলো পাঠকদের জন্য:

    ১। নিহন হিদানকিয়ো সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে পরমানু বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে তৃণমূল পর্যায়ের একটি আন্দোলন গড়ে তুলেছেন। পারমাণবিক অস্ত্রমুক্ত একটি বিশ্বই হলো আন্দোলনের মূল লক্ষ্য।

    ২। পরমানু বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা তুলে ধরার মাধ্যমে পুনরায় আর কখনই যেন এই অস্ত্র ব্যবহার না করা হয় এবং সর্বোপরি পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে নিহন হিদানকিয়ো। তাঁদের এই মানবতাবাদী প্রচেষ্টার স্বীকৃতিস্বরুপ নরওয়ের নোবেল কমিটি সংস্থাটিকে এবছর শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করেছে।

    ৩। সংস্থাটির সদস্যরা পরমাণু বোমা হামলার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে সাধারণ মানুষ ও নীতিনির্ধারকদের পারমাণবিক অস্ত্রের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় সম্পর্কে সচেতন করে তুলছেন।

    ৪। হিরোশিমা ও নাগাসাকিতে পরমানু বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে ‘হিবাকুশা’ বলা হয়। নিহন হিদানকিয়ো পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের ‘হিবাকুশা’ সদস্যদের প্রত্যক্ষ অভিজ্ঞতাকে গুরুত্বের সাথেই তুলে ধরে।

    ৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্র-বিরোধী চেতনার বিকাশে বিশ্বজুড়ে আন্দোলন গড়ে উঠে। আর এই ‘পারমাণবিক ট্যাবু’ গড়ে তোলার পেছনে নিহন হিদানকিয়ো এবং হিবাকুশাদের অন্যান্য সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ধরণের মানবিক আন্দোলনের কারণেই হিরোশিমা-নাগাসাকির পর বিগত প্রায় ৮০ বছরে পৃথিবীতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দ্বিতীয় কোনো ঘটনা ঘটেনি। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ দিকে হিরোশিমা ও নাগাসাকি-তে আমেরিকার চালানো ২টি পারমাণবিক বোমার আঘাতে প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ নিহত হন।

    ৬। হিরোশিমা ও নাগাসাকির বিভীষিকাময় ঘটনার প্রায় ১০ বছর পর ১৯৫৬ সালে পারমাণবিক হামলায় আহত ও ক্ষতিগ্রস্তদের নিয়ে গঠিত হয় ‘জাপান কনফেডারেশন অব এ- এন্ড এইচ-বম্ব সাফারার্স অর্গানাইজেশন’- যেখানে প্রশান্ত মহাসাগরে পারমাণবিক অস্ত্র পরীক্ষার সময় ক্ষতিগ্রস্তরাও যোগ দেয়। জাপানিজ ভাষায় এই অর্গানাইজেশনের নাম সংক্ষিপ্ত করে রাখা হয় নিহন হিদানকিয়ো।

    ৭। নিহন হিদানকিয়ো বর্তমানে জাপানে হিবাকুশাদের নিয়ে গঠিত সবচেয়ে বড় ও প্রভাবশালী সংস্থা। হাজারো প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য প্রদানের পাশাপাশি সংস্থাটি পারমাণবিক অস্ত্রবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে জাতিসংঘসহ শান্তি রক্ষা বিষয়ে আয়োজিত বিভিন্ন সম্মেলনে তাঁদের প্রতিনিধিদের পাঠিয়ে থাকেন। প্রতিনিধিরা এসব সম্মেলনে যোগ দিয়ে বিশ্বব্যাপী পারমাণবিক নিরস্ত্রীকরণ-এর গুরুত্ব তুলে ধরেন।

    ৮। হিবাকুশাদের কেউই একদিন আর বেঁচে থাকবেন না। কিন্তু হিবাকুশাদের বয়ান এবং হিরোশিমা ও নাগাসাকির ঘটনার স্মৃতিচারণের মাধ্যমে পরবর্তী প্রজন্ম পারমাণবিক অস্ত্রের বিভীষিকা সম্পর্কে জানতে পারবে। তাই নিহন হিদানকিয়ো সাধারণ মানুষকে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে নিয়মিত শিক্ষিত করে তুলছেন। এক্ষেত্রে হিবাকুশাদের বয়ানের মাধ্যমে তাঁরা বিশ্বব্যাপী ‘পারমাণবিক ট্যাবু’ বজায় রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছেন।

    উল্লেখ্য, নোবেল বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা ১.১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় ১৩ কোটি টাকারও বেশি) পুরস্কার হিসেবে পেয়ে থাকেন। সুইডিশ বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ থেকেই প্রতি বছর প্রদান করা হয় তাঁর নামেই নামকরণ করা নোবেল পুরস্কার।

    ৬টির মধ্যে ৫টি বিভাগেই (পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও অর্থনীতি) নোবেল বিজয়ী নির্ধারণ করে থাকে সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। কেবলমাত্র শান্তিতে নোবেল প্রদান করা হয় নরওয়েজিয়ান নোবেল ইন্সটিটিউট।

    তথ্যসূত্র: দ্য নোবেল প্রাইজ

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০