- আজ শনিবার
- ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ অক্টোবর ২০২৪ | ৯:৩২ পূর্বাহ্ণ
ভাঙচুর ও হামলার ঘটনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। ইতোমধ্যে স্টেশনের প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
সোমবার রাজধানীর উত্তরায় মেট্রোরেলের প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ।
উল্লেখ্য, বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর ও হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি। এর পর থেকেই বন্ধ ছিল স্টেশনটি।