• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    লেবাননে হিজবুল্লাহর ওপর নির্দয় হামলা চালাবে ইসরায়েল: নেতানিয়াহু

    লেবাননে হিজবুল্লাহর ওপর নির্দয় হামলা চালাবে ইসরায়েল: নেতানিয়াহু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ অক্টোবর ২০২৪ | ২:১২ অপরাহ্ণ

    লেবাননে ইরানসমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর নির্দয়ভাবে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ ইসরায়েলের সেনাঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর পরদিন গতকাল সোমবার তিনি এ কথা জানান।

    গত রবিবার ইসরায়েলি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে চার ইসরায়েলি সেনা নিহত হন। স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীরা বলেছেন, আহত হয়েছেন ৬০ জন।

    হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকার কাছে ইসরায়েলি সেনাঘাঁটি পরিদর্শনে যান নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, ‘আমরা বৈরুতসহ লেবাননের সব জায়গায় হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব। এ হামলা চলবে নির্দয়ভাবে।’

    হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি হামলার জবাব দিতে তাঁরা ‘ড্রোন হামলার স্কোয়াড্রন’ করেছে। গত সপ্তাহে বৈরুতের কেন্দ্রে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলার জবাব দেওয়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

    উল্লেখ্য, গত মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশটিতে কমপক্ষে ১ হাজার ৩১৫ জন নিহত হয়েছেন। যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০