• আজ শনিবার
    • ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৪শে জিলকদ ১৪৪৬ হিজরি

    জনগণের কাছে ক্ষমা চাইলেন ড. আসিফ নজরুল

    জনগণের কাছে ক্ষমা চাইলেন ড. আসিফ নজরুল

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৪ | ৭:২৮ অপরাহ্ণ

    দেশব্যাপী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্ষতিগ্রস্ত জনগণদের কাছে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সরকার পরিস্থিতির উন্নয়নে কঠোর পরিশ্রম করছে এবং সম্মিলিত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে চ্যানেল আইয়ের ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এ বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা এ কথা বলেন।

    আসিফ নজরুল বলেন, ‘আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার খুব খারাপ লাগছে। এটা আমাদের জন্য অসহনীয়। আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা একসঙ্গে কাজ করছি।’

    বন্যার প্রভাব কমে আসছে এবং শীত আসছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করছি পরিস্থিতির অনেকাংশে উন্নতি হবে। কিছু কিছু এলাকায় এরই মধ্যে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।’

    বিগত সরকারের আমলে পণ্য আমদানির সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত দাবি করে আইন উপদেষ্টা আরো বলেন, সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী। এটা এত সহজ নয়।

    নিত্যপ্রয়োজনীয় পণ্যের সমস্যা সমাধানে সরকার সম্ভাব্য সব ধরনের চেষ্টা করছে এবং বাজার নিয়ন্ত্রণ করতে এ পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১