• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে জামায়াতের রিভিউ আবেদন

    তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে জামায়াতের রিভিউ আবেদন

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৪ | ২:৪৫ অপরাহ্ণ

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে এবার রিভিউ আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রিভিউ আবেদনটি করেন।

    বুধবার (২৩ অক্টোবর) এ রিভিউ আবেদনের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি জানান।

    আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘ইতোপূর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সুজনের বদিউল আলম মজুমদার এ বিষয়ে রিভিউ করেন। বুধবার দল হিসেবে জামায়াতের সেক্রেটারি জেনারেল করেছেন। সব রিভিউ আবেদন আগামীকাল একসঙ্গে শুনানির জন্য উপস্থাপন করা হবে।’

    গত ১৬ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারও রিভিউ আবেদন করেন।

    বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই রিভিউ শুনানির দিন ধার্য রয়েছে। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০