• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নবীরা বলেছেন, মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে: ট্রাম্প

    নবীরা বলেছেন, মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে: ট্রাম্প

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ অক্টোবর ২০২৪ | ১২:০১ অপরাহ্ণ

    গত শুক্রবার জনপ্রিয় মার্কিন পাডকাস্টার জো রোগানকে প্রায় তিন ঘণ্টার এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সাক্ষাৎকারে আসন্ন মার্কিন নির্বাচন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইসরায়েল–আমেরিকা সম্পর্ক ইত্যাদি ইস্যু নিয়ে খোলামেলা কথা বলেছেন।

    জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত শুক্রবার ইউটিউবে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। এরপর এখন পর্যন্ত প্রায় ৩ কোটিবার দেখা হয়েছে সাক্ষাৎকারটি।

    সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই অঞ্চল (মধ্যপ্রাচ্য) সম্পর্কে নবীরা যা বলে গেছেন তা তিনি বিশ্বাস করেন। তাঁরা বলেছেন, মধ্যপ্রাচ্য এমন এক জায়গা, যেখান থেকে শুরু হবে পৃথিবীর ধ্বংস।

    ট্রাম্প বলেন, ‘আপনি জানেন, নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনি এটা জানেন, তাই না?’

    দীর্ঘ ওই সাক্ষাৎকারে ইসরায়েল–হামাস যুদ্ধের সময়ে বাইডেনের কথা না শোনার জন্য নেতানিয়াহুর প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘যুদ্ধের সময় কিছু না করার জন্য ইসরায়েলকে বলেছিলেন বাইডেন। কিন্তু আমি মনে করি, তারা যদি (ইসরায়েল) বাইডেনের কথা শুনত, তাহলে এখনো তাদের মাথার ওপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো।’

    বাইডেন ও কমলার অনেক কিছুতে ভুল আছে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘বাইডেনের অনেক কিছুতে ভুল আছে। তিনিও (কমলা হ্যারিস) ভুল করেছেন। কারণ তিনি সব সময় বলেছেন, তারা এক সঙ্গে সব সিদ্ধান্ত নিয়েছেন।’

    আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে এখন ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০