• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচন : মির্জা ফখরুল

    অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচন : মির্জা ফখরুল

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ অক্টোবর ২০২৪ | ২:২৯ অপরাহ্ণ

    এখন খুব জটিল সময় যাচ্ছে, দেশ নিয়ে চক্রান্ত শেষ হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিবর্তন-সংস্কার সঠিকভাবে না হলে রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সকল সংস্কারের আগে নির্বাচন পদ্ধতি সংস্কার করা।

    বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই অন্যপথে না হেটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তাই, জনগণের প্রত্যাশিত সংস্কারের সফলতা জনমানুষের প্রতিনিধি রাজনীতিবিদ ছাড়া সম্ভব নয়। রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্তও নেওয়া যাবে না।

    তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। আমরা এটাও বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার তার সময়টাকে সদ্বব্যবহার করে অতি দ্রুত যৌক্তিক নির্বাচনের পরিবেশ তৈরি করবে।

    বিএনপি মানুষের অধিকার ফিরিয়ে দিতে ও সত্যিকার মুল্যবোধ সম্পন্ন রাষ্ট্র গঠনে লড়াই করেছে বলেও জানান মির্জা ফখরুল।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০