• আজ শনিবার
    • ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধে বন্ধ যানচলাচল, ভোগান্তিতে যাত্রীরা

    ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধে বন্ধ যানচলাচল, ভোগান্তিতে যাত্রীরা

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ অক্টোবর ২০২৪ | ২:৪১ অপরাহ্ণ

    সায়েন্সল্যাব মোড় প্রায় ৪ ঘণ্টা ধরে অবরোধ করে রেখেছেন ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সড়কে অবস্থান নেন তারা। এর ফলে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যানচলাচল। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে সড়কেই অবস্থান করছেন তারা। সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের।

    সরেজমিনে ঘুরে দেখা গেছে, অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। দুই পাশেই শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক আটকে দিয়েছেন। অপরদিকে, একই অবস্থা ধানমন্ডি ২ নম্বর সড়কেও। সেখানে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। ফলে সেদিকের সড়কেও বন্ধ যানচলাচল।

    শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না। বিকেল ৫টার পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তারা।

    ১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।

    ২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে।

    ৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।

    তবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, ইতোমধ্যে সমস্যা নিরসনে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নেব।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১