• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    যুদ্ধ শুরু নয়, যুদ্ধ থামানোর ঘোষণা ট্রাম্পের

    যুদ্ধ শুরু নয়, যুদ্ধ থামানোর ঘোষণা ট্রাম্পের

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ নভেম্বর ২০২৪ | ৪:৩৬ অপরাহ্ণ

    মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার বিজয় পূর্ব ভাষণে ঘোষণা করেছেন, তিনি নতুন কোনো যুদ্ধ শুরু করবেন না, বরং বিদ্যমান যুদ্ধ বন্ধের চেষ্টা করবেন। তিনি বলেন, ‘আমি কোনো যুদ্ধ শুরু করবো না, আমি যুদ্ধ থামাবো।’

    তার মতে, চার বছর তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র কোনো বড় যুদ্ধের মধ্যে যায়নি, তবে আইএসআইএসকে পরাজিত করেছিল।

    ফ্লোরিডা পাম বিচে বক্তব্যে ট্রাম্প আরও বলেন, একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে ‘নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি দিন’ হিসেবে বিবেচনা করবে বলে তিনি আশা করেন।

    এ সময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ‘ফার্স্ট লেডি’ বলে উল্লেখ করেন। তিনি তার বইয়ের প্রশংসা করে বলেন, তার ‘দেশের এক নম্বর বেস্ট সেলার’ আছে। ট্রাম্প বলেন, তিনি দুর্দান্ত কাজ করেছেন। তিনি মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেন।

    এছাড়া জনতা স্লোগান দেওয়ার পর একপর্যায়ে ট্রাম্প এমন একজনের সম্পর্কে কথা বলতে শুরু করেন যিনি তার প্রচার শিবিরের একটি প্রধান অংশ হয়ে উঠেছিলেন। আর তিনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর মালিক এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

    তিনি মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসাবেও এসময় আখ্যায়িত করেন।

    সূত্র : আল জাজিরা

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০