- আজ শুক্রবার
- ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ নভেম্বর ২০২৪ | ৯:০৮ অপরাহ্ণ
মুজিববর্ষের নামে অর্থ অপচয়ের ডকুমেন্টেশন হবে। কোন মন্ত্রণালয়ে কোন খাতে কত টাকা খরচ করেছে তার হিসাব নেওয়া হবে। এমনকি বেসরকারি কোম্পানিগুলোকেও মজিববর্ষের জন্য অর্থ দিতে বাধ্য করা হয়েছে। সেগুলোর হিসাব নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইন। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে উচ্চ ক্ষমতার কমিটি হবে। জরুরি ওষুধের দাম দরিদ্র মানুষের হাতের নাগালে আনতে এসেনশিয়াল ড্রাগের তালিকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে টাস্কফোর্স গঠন করা হবে। আজ কেবিনেট বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।