• আজ বৃহস্পতিবার
    • ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৮শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ৭০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

    ৭০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ নভেম্বর ২০২৪ | ১২:০০ অপরাহ্ণ

    আগামী শুক্রবার দেশের ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘দরদ’। বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চারশর বেশি হলে মুক্তি পাবে সিনেমাটি।

    ইদানিং সিনেমার মুক্তির আগে এর টিজার-ট্রেইলার সহ একের পর এক গান মুক্তি দেওয়া হয়ে থাকে। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন তার টিমও তেমনই পরিকল্পনা রেখেছে।

    সিনেমার প্রচার নিয়ে পরিচালক বলেন, ‘দেশের পরিস্থিতি এখন অন্য রকম, প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে। রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল না। আগের অবস্থার সাথে এখনকার সময় তুলনা করলে হবে না। তবুও আমরা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি, কলকাতায় বড় করে প্রচারণা চলছে।’

    প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার ঘরানার সিনেমা হল ‘দরদ’। সিনেমার গল্পের আভাস দিয়ে পরিচালক মামুন বলেছেন, ‘বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন। ওই হত্যাকাণ্ডের সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক ব্যক্তির ওপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও।’

    ‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। শুটিংয়ের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে।
    ১৪৯ মিনিট দৈর্ঘের ‘দরদ’ সিনেমায় ৭টা গানের মধ্যে চারটি বাংলা এবং তিনটি হিন্দি গান রাখা হয়েছে।

    এর আগে ‘দরদ’ সিনেমার টিজার এসেছিল গত এপ্রিলে। সেখানে শাকিবের দেখা মেলে দুই রূপে। দেড় মিনিটের ওই টিজারে শাকিব কখনো একজন নিরিবিলি স্বভাবের তরুণ। কখনো আবার খুনে রূপে হাজির হয়েছেন।

    সিনেমার শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।

    বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১