• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি

    জয় বাংলা স্লোগান দিয়ে সেলিমপুত্র বললেন ‘শেখ হাসিনা আবারও আসবে’

    জয় বাংলা স্লোগান দিয়ে সেলিমপুত্র বললেন ‘শেখ হাসিনা আবারও আসবে’

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ নভেম্বর ২০২৪ | ৬:৩৭ অপরাহ্ণ

    আদালত প্রাঙ্গনে জয় বাংলা স্লোগান দিয়ে হাজি মোহাম্মদ সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিম বলেন, ‘শেখ হাসিনা আবারও আসবেন।’

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে ওঠানো ও নামানোর সময় এমন স্লোগান দেন সোলাইমান সেলিম।

    এদিন বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক প্ল্যাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় সোলাইমান সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের। রিমান্ড শুনানিকালে সোলাইমান সেলিমকে এজলাসে তোলা হয়। ওঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি।

    তারপক্ষে আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে এ মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামী ২৭ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন। তার ডিভিশন চেয়ে আবেদন করেন আইনজীবী। বলেন, তিনি একজন শিল্পপতি। সাবেক সংসদ সদস্য। তাকে ডিভিশন দেওয়ার প্রার্থনা করছি। আদালত কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষকে ডিভিশন দেওয়ার নির্দেশ দেন।

    এরপর সোলাইমান সেলিমকে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

    এসময় সাংবাদিকরা জানতে চান, একটা ভিডিওতে দেখা গেছে আপনি দেশের বাইরে ছিলেন। তখন সোলাইমান সেলিম বলেন, না, আমি দেশেই ছিলাম। তখন তার আইনজীবী দাবি করেন, ভিডিওটটা ফেব্রিকেটেড। হাজতখানায় নিয়ে যাওয়ার সময় সোলাইমান সেলিম বলেন, ‘শেখ হাসিনা আবারও আসবে’।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১