• আজ বুধবার
    • ৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    টানা ৫ ঘণ্টা পর সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা

    টানা ৫ ঘণ্টা পর সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ নভেম্বর ২০২৪ | ৫:০৫ অপরাহ্ণ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পাঁচ ঘণ্টা অবরোধের পর সড়ক ও রেলপথ ছেড়েছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী- সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে তারা সড়ক ছেড়ে কলেজ ক্যাম্পাসের দিকে ফিরে যান। এরপর থেকে সড়কে যান চলাচল শুরু হয়েছে। রেললাইনে কোনো অবরোধ না থাকায় শিগগির ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে।

    শিক্ষার্থীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল। বর্তমানে তারা বৈঠকে বসেছেন। তাদের দাবি পূরণে শিক্ষা মন্ত্রণালয় কী পদক্ষেপ নিচ্ছে, তা দেখে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন তারা।

    প্রতিনিধিদলে রয়েছেন মেহেদী হাসান মাল, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ ও নিরব হোসেন।

    প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোমবার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড় হয়ে রেলগেট ও আশপাশের সড়কে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ সড়কটি সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    এদিকে, শিক্ষার্থীরা রেলপথ অবরোধের কিছুক্ষণের মধ্যে উপকূল এক্সপ্রেস ট্রেন মহাখালী রেলগেট ক্রস করে। সেসময় শিক্ষার্থীরা ট্রেনটি লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাথর ছুড়তে শুরু করেন। এতে বেশ কয়েকটি বগির জানালার কাচ ভেঙে যায়। শিক্ষার্থীদের ছোড়া ইট-পাথরে নারী-শিশুসহ বেশ কয়েকজন আহত হন। তারপরও তারা কর্মসূচি চালিয়ে যান তারা।

    দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে যতক্ষণ না তাদের সুনির্দিষ্ট আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ তারা সড়কে অবস্থান নেবেন। বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা সেই আলটিমেটাম থেকে সরে এসে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি করে ক্যাম্পাসে ফেরার ঘোষণা দেন।

    এদিকে, ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও তারা কোনো অ্যাকশনে যাননি। পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দিতে বারবার অনুরোধ করলেও তাতে সাড়া দেননি শিক্ষার্থীরা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১