• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি

    পাকিস্তানের সঙ্গে একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাবি

    পাকিস্তানের সঙ্গে একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাবি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ নভেম্বর ২০২৪ | ৭:৪৭ অপরাহ্ণ

    ৯ বছর আগে ২০১৫ সালে এক সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে একাডেমিক কার্যক্রমসহ পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি নিষিদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। কিন্তু চলতি বছরের ১৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

    সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    উপ-উপাচার্য বলেন, ‘২০১৫ সালে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল শুধুমাত্র সেটিই বাতিল করা হয়েছে। ফলে ২০১৫ সালের আগে যে সম্পর্ক ছিল সেটিই বহাল থাকবে। এতে করে পাকিস্তানের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে যেতে পারবে। পাকিস্তানের সঙ্গে শিক্ষা, সংস্কৃতিসহ নানা বিষয়ে বিনিময় করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়।’

    ২০১৫ সালের ১৪ ডিসেম্বর জরুরি সিন্ডিকেটে সিদ্ধান্ত শেষে তৎকালীন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছিলেন, ‘পাকিস্তান ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি থেকে শুরু করে দীর্ঘ নয় মাস ধরে এ দেশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চালিয়ে তারা অস্বীকার করেছে। এমন মিথ্যাচার রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ঢাকা বিশ্ববিদ্যালয় রাখতে পারে না। যতদিন পর্যন্ত তারা গণহত্যা, হত্যা ও নির্যাতনের কথা স্বীকার করবে না ততদিন পর্যন্ত তাদের সঙ্গে এ প্রতিষ্ঠান কোনো ধরনের সম্পর্ক রাখবে না।’

    তিনি আরও বলেছিলেন, ‘নতুন করে আমাদের কোনো শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য যাবে না। একইভাবে তাদের কোনো শিক্ষার্থীও আমরা নেব না।’

    তবে সম্প্রতি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সম্পর্ক ফের পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি ও বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চ শিক্ষা গ্রহণের পথ স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়েছে।

    এর আগে, ৫ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রায় এক দশক পরে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১