• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    যুবলীগের সহ-সভাপতিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন যুবদল নেতা

    যুবলীগের সহ-সভাপতিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন যুবদল নেতা

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ ডিসেম্বর ২০২৪ | ১০:১৭ পূর্বাহ্ণ

    গাজীপুরে সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

    গত শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক রাজু সদর উপজেলা যুবলীগের সহসভাপতি। আর মামুন শিকদার ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

    যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদল সাধারণ সম্পাদক মামুন শিকদারকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে গত শনিবার রাতে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।

    ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন স্বাক্ষরিত এক নোটিসে জানানো হয়, ৪ নম্বর ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদককে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল শাখায় লিখিত জবাব দিতে হবে।

    ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ বলেন, ‘মামুন শিকদার সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ করেছেন বলে অভিযোগ উঠেছে। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। যথাযথ জবাব প্রদান না করলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    এ ব্যাপারে যুবদল নেতা মামুন শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। জয়দেবপুর থানার এসআই বাহার আলম জানান, আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ একটি হত্যা মামলার আসামি। শনিবার বিকেলে তাকে আটক করে থানায় নিয়ে আসার সময় যুবদল নেতা মামুন তার লোকজন নিয়ে জোরপূর্বক ছিনিয়ে নেন।

    জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে যুবদল নেতা মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০