• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে ভারত: রিজভী

    বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে ভারত: রিজভী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ ডিসেম্বর ২০২৪ | ২:১২ অপরাহ্ণ

    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পতনের বেদনা সইতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে প্রতিবেশী দেশ ভারত।

    বাংলাদেশের নিরাপত্তা ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে না দাঁড়াতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ভারত বন্ধুত্বের পরিবর্তে শত্রুতা করলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির জ্যেষ্ঠ এ নেতা।

    মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    রিজভী বলেন, জনগণ কী চায় তা গুরুত্ব না দিয়ে আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। বিজেপির প্রত্যক্ষ মদদে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। ভারত বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ভারতে শান্তিরক্ষীবাহিনী মোতায়েনের জন্য উদ্যোগ নিতে প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই।

    বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী মোতায়েন দরকার উল্লেখ করে তিনি বলেন, ভারতের দিকে না তাকিয়ে সংখ্যালঘু কেউ নিরাপত্তাহীনতায় থাকলে সরকারকে জানান। ভারতে প্রতিনিয়ত দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলেও তা নিয়ে নীরব থেকে মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে উল্টো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১