- আজ বৃহস্পতিবার
- ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ ডিসেম্বর ২০২৪ | ১০:৪০ পূর্বাহ্ণ
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে ‘সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী ভারত। আর এ কথা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সোমবার (৯ ডিসেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ৪০ মিনিটের ওই সৌজন্য সাক্ষাতে সংখ্যালঘু ইস্যু, অপতথ্য প্রচার, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা হয়।
এসময় বিক্রম মিশ্রি আরও জানান, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা ভারতের নেই। বর্তমান সরকারের সঙ্গে কাজ করা দুদেশের জন্যই লাভজনক বলেও দিল্লির মনোভাবের কথা জানান তিনি।
এ সময় বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে খুবই দৃঢ় ও ঘনিষ্ঠ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশীর সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে। এই কালো মেঘ মুছে ফেলতে ভারতকেও এগিয়ে আসার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান।