• আজ রবিবার
    • ২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৯ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ৩৯ অহিংস আসামিকে ক্ষমা করলেন বাইডেন

    ৩৯ অহিংস আসামিকে ক্ষমা করলেন বাইডেন

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২৪ | ৬:৫৫ অপরাহ্ণ

    অহিংস অপরাধের জন্য দোষী সাব্যস্ত ৩৯ আসামিকে ক্ষমা করেছেন এবং প্রায় দেড় হাজার আসামির সাজা কমিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস এটিকে এক দিনে জারি করা প্রেসিডেন্টের ক্ষমার মধ্যে সবচেয়ে বড় বিষয় বলে বর্ণনা করেছে।

    বিবিসির খবরে বলা হয়, মার্কিন সংবিধান অনুসারে একজন প্রেসিডেন্ট অভিশংসনের বিষয় ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে অহিংস অপরাধের জন্য সাজা থেকে অব্যাহতি এবং ক্ষমা করার ক্ষমতা রাখেন।

    এরই অংশ হিসেবে এই মাসের শুরুর দিকে একটি বিতর্কিত মামলায় বাইডেন তার ছেলে হান্টারকে ক্ষমা করে দেন। তবে এই ক্ষমা প্রেসিডেন্টদের কাছের লোকদের ক্ষমা করার সাম্প্রতিক প্রবণতা অব্যাহত রেখেছে।

    এই ক্ষমার ঘোষণা করে বাইডেন বলেন যে, ক্ষমা পাওয়া ব্যক্তিরা কারাগারে ভালো আচরণ দেখিয়েছে এবং আশা করা যায় তারা মুক্তি পাওয়ার পর তাদের সম্প্রদায়গুলোকে আরও শক্তিশালী এবং নিরাপদ রাখবে। সাজাপ্রাপ্তদের বেশিরভাগই মাদক অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত।

    অভিযুক্ত আসামিদের মধ্যে এমন কয়েকশ লোক রয়েছে যারা কোভিড-১৯ মহামারী চলাকালীন গৃহবন্দী অবস্থায় ছিলেন। তাই তাদের আচরণে কিছুটা পরিবর্তন এসেছিল। কিন্তু এই অপরাধের জন্য তাদের সাজা কিছুটা দীর্ঘ বলে মনে করেছেন বাইডেন। তাই এমন আসামিদের ক্ষেত্রে শাস্তি কিছুটা কমিয়ে দিয়েছেন তিনি। তাদের দ্বিতীয় সুযোগের অধিকার রয়েছে বলে জানিয়েছেন বাইডেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১