• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বাড়ল সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়

    বাড়ল সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ ডিসেম্বর ২০২৪ | ৭:০১ অপরাহ্ণ

    আবারও বাড়ানো হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা। দেড় মাস বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করেছে।

    এর আগে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও এ বছর সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে বলেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের অনুবৃত্তিক্রমে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সীলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

    উল্লেখ্য, দুর্নীতির লাগাম টানতে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, যা ২০০২- এ সংশোধনী এনে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী পাঁচ বছর পরপর দেওয়ার বিধান করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০