- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ ডিসেম্বর ২০২৪ | ৮:২৭ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম প্রত্যাহারের লিখিত আবেদন করেছেন দুই ভুয়া মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে সম্প্রতি তারা লিখিত আবেদন করেছেন। তাদের একজন মুন্সীগঞ্জের এবং একজন রাজবাড়ীর।
আবেদন করা দুই ব্যক্তি জানিয়েছেন, তারা মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আর কোনো সুযোগ নেননি।
আবেদনে তারা বলেছেন, ‘আমরা মুক্তিযোদ্ধা না এবং দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি বা ক্ষমা প্রার্থনা করছি।’
বিষয়টি নিশ্চিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেন, মাননীয় উপদেষ্টার আহ্বানে তারা সাড়া দিয়েছেন। তারা বলেছেন, ‘আমরা আমাদের ভুল স্বীকার করছি, আমরা মুক্তিযোদ্ধা না হয়েও ভাতা নিচ্ছি।’ তারা এভাবে লিখেছেন।
বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়ে দুজনের মতো আরো আবেদন পাওয়া যাবে বলে আশা করছে মন্ত্রণালয়।