• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    তিব্বতে ভূমিকম্পে নিহতের ঘটনায় ফখরুলের শোক

    তিব্বতে ভূমিকম্পে নিহতের ঘটনায় ফখরুলের শোক

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জানুয়ারি ২০২৫ | ৭:৩৭ অপরাহ্ণ

    চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৯৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বহু মানুষ আহত এবং অসংখ্য বাড়িঘর ধসে গেছে। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে প্রবল ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত।’

    তিনি বলেন, ‘এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত তিব্বতবাসীর সঙ্গে সংহতি ও সহানুভুতি প্রকাশ করছি। তাদের এই বিপদের সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে। আমি মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করছি, তিনি যেন ক্ষতিগ্রস্ত তিব্বতবাসীকে এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন।’

    মির্জা ফখরুল বলেন, ‘প্রলয়ংকারী ভূমিকম্পে বিপর্যস্ত সংশ্লিষ্ট এলাকার মানুষ এই ধ্বংসাবশেষ থেকে আবারও নতুন উদ্যমে জীবনপ্রবাহ সচল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

    বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তিব্বতবাসী মানুষের প্রতি এই দুঃসময়ে জানাচ্ছে গভীর সহানুভূতি।’

    তিনি বলেন, ‘আমি ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের উদ্ধার ও সহযোগিতার জন্য আমি বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০