• আজ শনিবার
    • ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না

    গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জানুয়ারি ২০২৫ | ৮:০৭ অপরাহ্ণ

    জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এটি প্রকাশের সময় নিয়ে সবপক্ষের সাথে আলোচনা করবে সরকার। এরপর আগামী সপ্তাহে প্রকাশের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

    মাহফুজ আলম বলেন, সরকার শুধু ঘোষণাপত্রের বিষয়টি সমন্বয় করছে। শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র দেয়া হবে। তবে এতে কিছু সময় লাগতে পারে। আশাকরি শিক্ষার্থীরা ধৈর্য্য ধারণ করবে। এ সময় সংবিধান নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

    তিনি আরও বলেন, মাজারে কাওয়ালি আয়োজনে বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে না পারায় আমরা দু্ঃখ প্রকাশ করছি। তবে শীঘ্রই এসব ঘটনার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। এতে কাউকে ছাড় দেয়া হবেনা।

    এ সময় বই বিতরণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবাই পাঠ্যপুস্তক হাতে পাবে।

     

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১