- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ জানুয়ারি ২০২৫ | ৬:৩৫ অপরাহ্ণ
নরসিংদীতে ডিস ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতার ছোঁড়া গুলিতে মনজুর মিয়া (২২) নামের একজন যুবক নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন মেহেরপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি বখতিয়ার হোসেন (৪৫)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে নরসিংদী সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজুর মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি চাকরির পাশাপাশি বখতিয়ারের সঙ্গে পার্টটাইম ডিস ও ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করতেন। আহত বখতিয়ার মেহেরপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি ইফতেখার আলম বাবলার ছোট ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় ডিস, ইন্টারনেট ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও একই ইউনিয়নের যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে তিন দিন আগে ইফতেখারের ছোট ভাই জ্যোতিকে মারধর করে আকরাম ও তার সহযোগীরা।
এই ঘটনায় আহত বখতিয়ার হোসেন বলেন, রাতে একজন গ্রাহকের ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন মনজুর। আমি বাজারে বেডশিটের কাপড় কিনতে এসেছিলাম। এসময় মনজুর আমাকে দেখে বলেন, ‘আপনিও আসছেন নাকি?’ ওই সময় আকরামসহ পাঁচ-ছয়জন লোক আসে। আমাকে দেখেই আকরাম বলে উঠে, ‘পাইছিরে’। এই বলে গুলি ছুঁড়তে থাকে।
তিনি বলেন, এসময় আমার বাম হাতের আঙুলে গুলি লাগে। আমি মনে করেছি ভয়ভীতি দেখাচ্ছে। ওই সময়ই মনজুরের পেটে গুলি লাগে। পরে আশপাশের মানুষ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আমাকে ও মনজুরকে প্রথমে মাধবদীর প্রাইম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে সদর হাসপাতালে নেওয়ার পথে মনজুর মারা যান।
পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, আমরা এখন পর্যন্ত কোনো আলামত পাইনি। ঘটনাস্থল থেকে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |