• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    সাভারের চামড়া শিল্প নগরীর শ্রমিকদের বিক্ষোভ

    সাভারের চামড়া শিল্প নগরীর শ্রমিকদের বিক্ষোভ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ জানুয়ারি ২০২৫ | ৪:৫৪ অপরাহ্ণ

    সাভারের চামড়া শিল্প নগরীর ট্যানারির শ্রমিকেরা ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে উপজেলার তেঁতুলঝোরা ইউনিয়নের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারির মুল গেটের সামনে এ বিক্ষোভ করেন তারা।

    এসময় তারা সেখানে রাস্তায় যানচলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের আন্দোলনের কারণে ট্যানারির বেশীর ভাগ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এ সময় চামড়া শিল্পের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়নের দাবি জানান তারা।

    আন্দোলনকারী শ্রমিকরা জানান, এতদিন ধরে ট্যানারি শ্রমিকেরা চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করতেন। তাদের চাকরি স্থায়ী করা হয় না। পরে সরকার ট্যানারি শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ঘোষণা করে। সব ক্ষেত্রে নূন্যতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত নূন্যতম মজুরি এখনো বাস্তবায়ন করেনি ট্যানারি মালিকপক্ষ। দীর্ঘ সময় পার হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা।

    ট্যানারির শ্রমিকরা আরও বলেন, সরকার আমাদের জন্য মোট পাঁচটি গ্রেডে মজুরি বোর্ডের মাধ্যমে নূন্যতম মজুরি ঘোষণা করেছে, যেখানে সর্বনিম্ন মজুরি ১৮ হাজার ১ টাকা। মালিক, শ্রমিক, ইউনিয়নসহ সব পক্ষের সম্মতিতেই এ মজুরি ঘোষণা করা হয়েছে। কিন্তু মালিকেরা এখন এসে বলেন এই মজুরি তাদের জন্য বেশি হয়ে গেছে। আমরা ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পাই। তা দিয়ে আমাদের সংসার চলে না। তারা আমাদের দিয়ে কোটি কোটি টাকা আয় করছেন; কিন্তু আমাদের পাওনা দেন না। ২১ নভেম্বর সরকার আমাদের নূন্যতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। পাঁচটি গ্রেডে আমাদের মজুরি নির্ধারণ করা হয়েছে। এর থেকে একচুল কম নিতে আমরা রাজি নই।

    বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, শুধু নূন্যতম মজুরি নয়, আরও বেশ কিছু বিষয় যেমন প্রভিডেন্ট ফান্ড নিয়েও সমস্যা রয়ে গেছে। আমরা তিন দিন আগেও আলোচনায় বসেছিলাম, তবে এখনো সমাধান হয়নি। আগামী সপ্তাহের মধ্যে বসে এটা সমাধান করতে হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০