• আজ শুক্রবার
    • ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    পুতুলের প্রতিষ্ঠান ‘সূচনা ফাউন্ডেশন’ এর কোনো অস্তিত্ব পায়নি দুদক

    পুতুলের প্রতিষ্ঠান ‘সূচনা ফাউন্ডেশন’ এর কোনো অস্তিত্ব পায়নি দুদক

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ জানুয়ারি ২০২৫ | ৫:৩৯ অপরাহ্ণ

    ক্ষমতাচ্যুত বাংলেদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান ‘সূচনা ফাউন্ডেশন’ এর ব্যবহৃত ঠিকানায় অভিযান চালিয়ে এর কোনো অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সমাজ সেবা অধিদফতর থেকে পাওয়া ঠিকানা অনুযায়ী গিয়ে এই নামে কোনো প্রতিষ্ঠান পায়নি সংস্থাটির আভিযানিক দল।

    দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

    দুদকের একটি দল সূচনা ফাউন্ডেশনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাতে ধানমন্ডি-২৭ এর ওই ঠিকানায় যান।

    এর আগে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুদকের সহকারী পরিচালক মো. নওশাদের নেতৃত্বে এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল সূচনা ফাউন্ডেশনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাতে ধানমন্ডি-২৭ ওই ঠিকানায় যান। কিন্তু পরে সেখানে এই নামে কোনো প্রতিষ্ঠানের হদিস পায়নি দলটি।

    উল্লেখ্য, ২০১৪ সালে স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে। সায়মা ওয়াজেদ এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন। প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

    এর আগে, গত ২৫ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন স্থগিত রাখা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১