- আজ শুক্রবার
- ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২৫ | ৬:৩৬ অপরাহ্ণ
গাজীপুরে একটি রিসাইক্লিং প্লান্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মনিপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় গিভেন্সী গ্রুপের জাহিন রিসাইক্লিং প্লান্ট কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। আগুন যাতে আর বাড়তে না পারে তার জন্য কাজ করা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।