• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    টিকটক লাইভের মধ্যেই গুলিতে ‍নিহত কোরআন অবমাননাকারী যুবক

    টিকটক লাইভের মধ্যেই গুলিতে ‍নিহত কোরআন অবমাননাকারী যুবক

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২৫ | ৭:৪৬ অপরাহ্ণ

    ২০২৩ সালে পবিত্র কোরআনের কয়েকটি কপিতে আগুন দিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করা সালওয়ান মোমিকা (৩৮) নামের সেই যুবক সুইডেনে দুর্বৃত্তের গুলিতে ‍নিহত হয়েছেন। টিকটকে লাইভের সময় গুলি করা হয় মোমিকাকে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

    সুইডিশ মিডিয়া বলছে, মোমিকা যখন গুলিবিদ্ধ হয়, তখন সে টিকটকে লাইভ স্ট্রিমিং করছিলেন। গণমাধ্যমের তথ্য মতে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিকটকের সেই লাইভটি বন্ধ করেছে। অর্থাৎ, গুলিবিদ্ধ হওয়ার পরও মোমিকার টিকটক থেকে লাইভ চলছিল।

    স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনাটি একটি বাড়ির ভেতরে ঘটেছে এবং যখন পুলিশ সেখানে পৌঁছায়, তখন তারা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।’

    পরে, পুলিশ নিশ্চিত করে যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তারা হত্যার তদন্ত শুরু করেছে। ডেনমার্কের পুলিশকেও হত্যাকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।

    এদিকে পুলিশ জানিয়েছে, তারা গুলির এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ঘটনায় রাতারাতি পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউটররা তাদের আটক করেছে।’ প্রসিকিউটর রাসমাস ওমান আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে বলেছেন, ‘আমরা খুব প্রাথমিক পর্যায়ে আছি। অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০