• আজ শুক্রবার
    • ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মদের দোকানের সাইনবোর্ডে হাসিনা-জয়ের ছবি

    মদের দোকানের সাইনবোর্ডে হাসিনা-জয়ের ছবি

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ জানুয়ারি ২০২৫ | ৬:২০ অপরাহ্ণ

    ‘সরকারি দেশী মদের দোকান’ লেখা ও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক সম্বলিত একটি সাইনবোর্ডের ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। সাইনবোর্ডটিতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি রয়েছে। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

    মদের দোকানরিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি এবং আওয়ামী লীগের দলীয় প্রতীক সম্বলিত মদের দোকানের সাইনবোর্ডের ছবিটি আসল নয়।

    বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে একটি মদের দোকানের সাইনবোর্ডে তাদের ছবি ও আওয়ামী লীগের দলীয় প্রতীক সংযুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

    রিউমর স্ক্যানার জানায়, সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোর-এর ওয়েবসাইটে ২০২২ সালের ৯ মার্চ প্রকাশিত ‘ভাইরাল মদের দোকানের সেই সাইনবোর্ড নামালো প্রশাসন’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত ছবিটির আংশিক মিল রয়েছ।

    প্রতিবেদনের ছবি ও আলোচিত ছবি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ছবির ন্যায় প্রতিবেদনের ছবির সাইনবোর্ডে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার অনুমোদিত’, ‘সরকারি দেশী মদের দোকান’, ‘নালিতাবাড়ী রোড, হালুয়াঘাট, ময়মনসিংহ’, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’, ‘স্বরাষ্ট্র মন্ত্রনালয়, ঢাকা, বাংলাদেশ’ এসব তথ্য রয়েছে।

    তবে, প্রতিবেদনের ছবির সাইনবোর্ডটিতে কারো ছবি বা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নেই।

    প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে থাকা সাইনবোর্ডটি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি অনুমোদিত দেশি মদের দোকানের। মূল সাইনবোর্ডে কোথাও কোনো ব্যক্তির ছবি না থাকলেও সাইনবোর্ডের ছবিটি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

    এর আগেও সাইনবোর্ডটির এই সম্পাদিত ছবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে রিউমর স্ক্যানার টিম ফ্যাক্টচেক প্রতিবেদন ও একাধিক কুইক ফ্যাক্ট প্রতিবেদন (১, ২) প্রকাশ করেছিল।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১