• আজ মঙ্গলবার
    • ২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    মার্কিন অর্থায়ন বন্ধ : হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে আইসিডিডিআর,বি

    মার্কিন অর্থায়ন বন্ধ : হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে আইসিডিডিআর,বি

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ জানুয়ারি ২০২৫ | ৭:০৪ অপরাহ্ণ

    ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির চিঠি দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করতেন।

    আইসিডিডিআর,বি-এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক এ কে এম তারিফুল ইসলাম খান বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অর্থায়নে চলমান প্রকল্প ও গবেষণাগুলো পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত রেখেছি। আমাদের সেবা গ্রহীতা, অংশীদার ও সহকর্মীদের যেকোনো অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং সহানুভূতি প্রকাশ করছি।

    আমরা আশাবাদী যে, শিগগিরই আমাদের কার্যক্রম পুনরায় শুরু করতে পারব।’

    গত ২৫ জানুয়ারি ইউএসএআইডি বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও বাস্তবায়নাধীন সব চুক্তি, কার্যাদেশ, মঞ্জুরি, সহযোগিতামূলক চুক্তি বা অন্যান্য প্রকল্পের সব ধরনের কর্মসূচি বন্ধ বা স্থগিত রাখার নির্দেশ দেয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০