- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ জানুয়ারি ২০২৫ | ৭:৪৩ অপরাহ্ণ
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ চলমান নানান ইস্যুতে করণীয় নিয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ সঙ্গী জাতীয় পার্টি (কাজী জাফর) দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে ধারাবাহিক বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর জাতীয় পার্টির পক্ষে থেকে উপস্থিত আছেন চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার।
এরপর জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফতে ইসলামি সঙ্গে বৈঠকে হবে বলে জানান শায়রুল কবির।